আর্লিংটন টাউনশিপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি কুকুরের মৃত্যু

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০২:০৩:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০২:০৩:২৪ পূর্বাহ্ন
আর্লিংটন টাউনশিপে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা/South Haven Area Emergency Services

আর্লিংটন টাউনশিপ. ২৮ অক্টোবর : দক্ষিণ-পশ্চিম মিশিগানের ভ্যান বুরেন কাউন্টির আর্লিংটন টাউনশিপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি কুকুরছানা ও ২টি প্রাপ্তবয়স্ক কুকুর মারা গেছে। রবিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে এম-৪৩-এর ৫০২০০ ব্লকে অবস্থিত একটি আউটবিল্ডিংয়ে আগুন লাগে বলে জানিয়েছে সাউথ হ্যাভেন এরিয়া ইমার্জেন্সি সার্ভিসেস (SHAES)।
প্রাথমিক প্রতিক্রিয়াকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো কাঠামোটি আগুনে পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ইউনিট অংশ নেয়।
তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, খড়ের পাশে রাখা একটি তাপ বাতি থেকেই আগুনের সূত্রপাত হয়। বাতিটি একটি এক্সটেনশন কর্ডে সংযুক্ত ছিল বলে জানিয়েছেন ব্যাঙ্গর ফায়ার চিফ ডেরেক ব্যাবকক।
প্রজনন কেন্দ্র হিসেবে ব্যবহৃত ওই আউটবিল্ডিংয়ে মাস্টিফ প্রজাতির কুকুর রাখা হতো। WWMT-টিভি জানিয়েছে, আগুনে বেঁচে গেছে মাত্র দুটি কুকুর। ঘটনাটি স্থানীয় প্রাণীপ্রেমী সমাজে গভীর শোকের সৃষ্টি করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com