ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে : প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:৫৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:৫৫:৪৭ অপরাহ্ন
ঢাকা, ২৯ অক্টোবর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা দেশের ভেতর এবং বাইরে থেকে বড় শক্তি নিয়ে করা হবে। তিনি বলেন, “হঠাৎ করে আক্রমণ আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের তা অতিক্রম করতে হবে।”
সভায় তিনি আরও সতর্ক করেছেন, সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে। এআই-তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো হতে পারে। প্রধান উপদেষ্টা বলেছেন, অপপ্রচারের রচনা তৈরি হলে তা দ্রুত প্রতিহত করতে হবে যাতে তা জনগণের মধ্যে ছড়িয়ে না পড়ে।
অধ্যাপক ইউনূস বলেছেন, নির্বাচনের পরিবেশ সুন্দর ও উৎসবমুখর রাখতে হলে জনগণকে সচেতন করা জরুরি। ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট দিতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে—এসব বিষয়ে জনগণকে আগে থেকে জানতে হবে।
তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, নির্বাচনী নীতিমালা এবং ভোট প্রক্রিয়া সম্পর্কিত টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও দ্রুত ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে, যাতে মানুষ স্বয়ং সচেতন ও প্রস্তুত হতে পারে।
বুধবার (২৯ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই উদ্যোগ মূলত জনগণকে নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে নেয়া হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com