অধ্যাপক ফারুক শাবিপ্রবির লাইফ সায়েন্সেস নতুন ডিন

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:৪৩:৪৫ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ৩০ অক্টোবর : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কৃতি সন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লাইফ সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া।
আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক অফিস আদেশ জারি করে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মনোনীত করে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, শাবিপ্রবির স্কুল অব লাইফ সায়েন্সেসের বর্তমান ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পূর্ণ হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ২৮ (৫) ও ২৮ (৬) ধারার আলোকে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়াকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া বলেন, “আজ থেকে স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। সবার আন্তরিক সহযোগিতায় যথাযথভাবে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
প্রফেসর ড. ফারুক মিয়া ফ্যাকাল্টি অব লাইফ সায়েন্সের ডীন নিযুক্ত হওয়ায় তাঁর ছাত্র-ছাত্রী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর তত্ত্বাবধানে পোস্ট ডক্টরেট করা গবেষক ও বৃন্দাবন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, "প্রফেসর ড. ফারুক একজন আদর্শ শিক্ষক, গবেষক, ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। তাঁর দক্ষ নেতৃত্বে লাইফ সায়েন্স অনুষদের বিভাগগুলো শিক্ষা- গবেষণায় অনেক দূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।"

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com