আজ রাতেই গণভোটের তারিখ ঘোষণা করুন : তাহের

আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০১:০৩:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০১:০৩:৩৯ অপরাহ্ন
ঢাকা, ৩০ অক্টোবর : জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। তারা যেখানে লাভবান হবে সেই হিসাব করে সংস্কার চায়। তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে আরও বলেন, বিএনপি বলছে, কোনোভাবেই গণভোট মানবে না। তাই অবিলম্বে তারিখ ঘোষণা করা প্রয়োজন।
তিনি আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।  রাতের বেলায়ও আদেশ জারি করা যায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় সনদ ও গণভোট সংক্রান্ত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী আজ বা আগামীকালই তা বাস্তবায়ন করতে হবে। তাহের দাবি করেন, গণভোটের আগে জাতীয় নির্বাচন নয়, এবং নির্বাচন ও গণভোট একসঙ্গে হতে পারে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এইচএম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com