জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : মির্জা ফখরুল

আপলোড সময় : ০১-১১-২০২৫ ০১:০২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৫ ০১:০২:৩৩ অপরাহ্ন
ঢাকা, ১ নভেম্বর : জাতীয় নির্বাচনের আগে কোনও গণভোটের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনও সুযোগ নেই। বর্তমান সংকট এই অন্তর্বর্তী সরকারই তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করা বন্ধ করুন—সরকারের প্রতি এ আহ্বান জানাচ্ছি।”
তিনি অভিযোগ করেন, “অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি সম্ভব নয়, কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল—জাতি সেটা ভোলেনি।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “অভ্যুত্থানের তিন মাসের মধ্যে যদি নির্বাচন হতো, তবে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না। আমাদের ৩১ দফায় সংস্কারের সব দিকই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা সংস্কারের পক্ষে। পিআর হবে কি না—তা আগামী সংসদ নির্ধারণ করবে। কিন্তু ‘পিআর না হলে নির্বাচন হবে না’—এ কথা বলে জনগণকে বোকা বানানো হচ্ছে।” তিনি বলেন, “সব ষড়যন্ত্র রুখে দিয়েই বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি। দেশে ফিরে এলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com