‘দলছুট’ আজ মিশিগানে, বাপ্পার সুরে জমবে প্রবাসী বাঙালির সন্ধ্যা

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০১:৪৫:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:৪৫:১৮ পূর্বাহ্ন
ট্রয়, ২ নভেম্বর : মিশিগানের সঙ্গীতপ্রেমীদের জন্য আজ এক বিশেষ দিন। জনপ্রিয় ব্যান্ড দলছুট এবং তাদের কিংবদন্তি ভোকাল বাপ্পা মজুমদার আজ (রোববার) সন্ধ্যায় ট্রয় সিটিতে এক প্রাণবন্ত সংগীতানুষ্ঠানে অংশ নেবেন।
ইমপেরিয়াল ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্ট হবে ট্রয় সিটির বালকান আমেরিকান কমিউনিটি সেন্টারে, ঠিকানা : ১৪৫১ ইস্ট বিগ বিভার রোড। বিকেল ৫টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত আয়োজন।
এটি মিশিগানে দলছুট ব্যান্ডের প্রথম সরাসরি সংগীতানুষ্ঠান। বাপ্পা মজুমদারের সুর ও কণ্ঠে মাতোয়ারা শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর জনপ্রিয় গানগুলো শোনার জন্য। মূলত স্টার্লিং হাইটস হাই স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করে ট্রয় সিটিতে স্থানান্তর করা হয়।
অনুষ্ঠানে শুধু দলছুট নয়, দেশ-বিদেশের আরও অসংখ্য সংগীতশিল্পী অংশ নেবেন এবং মিশিগানের শ্রোতাদের মনোরঞ্জনে পরিবেশন করবেন নানা জনপ্রিয় গান।
গানের ভুবনে তিন দশকেরও বেশি সময় ধরে নিরন্তর কাজ করে যাচ্ছেন বাপ্পা মজুমদার। একক শিল্পী হিসেবে যেমন তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি তাঁর নেতৃত্বে দলছুট ব্যান্ডও দীর্ঘদিন ধরে বাংলা ব্যান্ড সংগীতের জগতে অনন্য স্থান দখল করে রেখেছে।
এবারের ট্যুরে বাপ্পা মজুমদার সঙ্গে নিয়ে এসেছেন দলছুটের সম্পূর্ণ লাইনআপ— বাপ্পা মজুমদার (ভোকাল), মাসুম ওয়াহিদুর রহমান (গিটার), জন শার্টন (বেজ গিটার), ডানো শেখ (ড্রামস), সোহেল আজিজ (কি-বোর্ড), শাহান কবন্ধ (ম্যানেজার)।
‘বাপ্পা মজুমদার লাইভ ইন মিশিগান’ শিরোনামের এই অনুষ্ঠানের সাধারণ টিকিটের মূল্য মাত্র ২৫ ডলার, আর প্রিমিয়াম টিকিটের মূল্য ৩৫ ডলার।
মিশিগানের সঙ্গীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই দেখা গেছে তুমুল উচ্ছ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় শিল্পীর সরাসরি গান শুনতে আগ্রহী শ্রোতারা অধীর অপেক্ষায় আছেন বাপ্পা মজুমদারের সুরে সুর মিলিয়ে গাইতে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com