ধর্মীয় বিদ্বেষে রক্তাক্ত গ্র্যান্ড ব্লাঙ্কের গির্জা : এফবিআই নিশ্চিত

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:০৮:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:০৮:৫০ পূর্বাহ্ন
গত ২৯ সেপ্টেম্বর গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসের ধ্বংসাবশেষ দৃশ্যমান/Photo :  David Guralnick, The Detroit News

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক, (মিশিগান) ২ নভেম্বর : ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের এক গির্জায় হামলা চালিয়ে চারজনকে হত্যাকারী ব্যক্তি মরমন ধর্মের প্রতি ঘৃণাপ্রসূত বিশ্বাস থেকে এ হামলা চালিয়েছিল। এফবিআইয়ের ডেট্রয়েট ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত বিশেষ এজেন্ট জেনিফার রুনিয়ান শুক্রবার এক ভিডিও বিবৃতিতে বলেন, “তদন্তে প্রাপ্ত তথ্য, পরিস্থিতি ও প্রমাণের ভিত্তিতে আমরা নিশ্চিত করছি এটি একটি লক্ষ্যভিত্তিক সহিংসতা, যা আক্রমণকারীর মরমন ধর্মবিরোধী বিশ্বাস দ্বারা প্রভাবিত ছিল।”
রুনিয়ান জানান, ফেডারেল বিচার বিভাগের নীতিমালা অনুযায়ী এফবিআই তদন্তের নির্দিষ্ট ধাপ বা কৌশল প্রকাশ করতে পারে না। তবে দীর্ঘ সময়ের তদন্ত, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব মিশিগান জেলার অ্যাটর্নি অফিসের সহযোগিতার ভিত্তিতেই এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
ঘটনাটি ঘটে ২৮ সেপ্টেম্বর সকালে। বার্টনের বাসিন্দা ও প্রাক্তন মার্কিন মেরিন থমাস “জ্যাক” স্যানফোর্ড (৪০) গ্র্যান্ড ব্ল্যাঙ্কের ম্যাকক্যান্ডলিশ রোডে অবস্থিত দ্য চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস–এর ভবনে আগুন ধরিয়ে দেয় এবং একাধিক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
পুলিশ জানায়, ওই হামলায় চারজন নিহত ও নয়জন আহত হন। নিহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ অবস্থায় মারা যান এবং আরও দুইজনের মরদেহ পরে আগুনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা গুলি চালালে স্যানফোর্ড নিহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্যানফোর্ড এর আগে মরমনবিরোধী বক্তব্য দিতেন এবং দাবি করতেন “মরমনরা খ্রীষ্টবিরোধী।”
এফবিআই জানিয়েছে, এই ঘটনায় ১০০ জনেরও বেশি তদন্ত কর্মকর্তা কাজ করছেন। তদন্তে সহায়তা করছে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশ, জেনেসি কাউন্টি শেরিফের অফিস, মিশিগান স্টেট পুলিশসহ একাধিক রাজ্য ও ফেডারেল সংস্থা।
এজেন্ট রুনিয়ান বলেন, “এফবিআই ডেট্রয়েট ফিল্ড অফিসের পক্ষ থেকে আমি গ্র্যান্ড ব্ল্যাঙ্ক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের সঙ্গে আছি।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com