হবিগঞ্জে কনসার্টে হট্টগোল, ৩০ জন আহত

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:২৯:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:২৯:৪২ পূর্বাহ্ন
হবিগঞ্জ, ২ নভেম্বর : হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তি) উপলক্ষে আয়োজিত কনসার্টে শনিবার রাতে হট্টগোলের ঘটনা ঘটেছে। জালাল স্টেডিয়ামে দুদল যুবকের মধ্যে বোতল ছোড়াছুড়ি ও চেয়ার ভাঙচুরের ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রজতজয়ন্তি উপলক্ষে দীর্ঘদিনের পরিশ্রমের পর আয়োজকরা জেলাবাসীকে লালন সংগীতের জমকালো কনসার্ট উপভোগ করার সুযোগ করে দেন। সন্ধ্যার পর থেকে স্টেডিয়ামটি দর্শকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়। কণ্ঠশিল্পী আশিক ও বাধন গান পরিবেশন করেন এবং রাত ১০টায় লালনের সংগীত শিল্পী সুমি দুটি গান পরিবেশন করেন।
কনসার্ট চলাকালীন দর্শকরা বৃষ্টি উপেক্ষা করে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তবে গান পরিবেশনে দেরি হওয়ার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। হঠাৎ কিছু যুবক স্টেজে বোতল ছুড়ে মারেন। দুইদল যুবকের মধ্যে চেয়ার ভাঙচুর ও বোতল ছোড়াছুড়ির ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা কনসার্ট বন্ধ করতে বাধ্য হন।
আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “দীর্ঘদিন পরিশ্রমের পর আমরা একটি সুন্দর কনসার্ট আয়োজন করেছি। শেষ মুহূর্তে দর্শকদের উপচে পড়া ভিড়ে কয়েকজন যুবকের মধ্যে হট্টগোল দেখা দেয়। প্রশাসন ও আয়োজকদের সঙ্গে মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানিয়েছেন, কনসার্টে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে হট্টগোল দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কোনো বড় ধরনের সংঘর্ষ বা ক্ষয়ক্ষতি হয়নি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com