কূটনৈতিক নৌকা উপহার: উপদেষ্টা দ্বিধাগ্রস্ত, পরামর্শ চাইলেন ফেসবুকে

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৫৫:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৫৫:৪০ পূর্বাহ্ন
ঢাকা, ২ নভেম্বর : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি থেকে নৌকা উপহার পেয়ে দ্বিধাগ্রস্ত হয়েছেন। বিষয়টি আলোচনার মুখে এসেছে আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের পর।
রোববার নিজের ফেসবুক পোস্টে উপদেষ্টা বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, জাতীয় দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় তিনি কূটনৈতিক সৌজন্যবশত উপহারটি গ্রহণ করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, এই নৌকাতে দূতাবাসের নাম লেখা আছে এবং এটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান লেখেন, তিনি উপহারটি নিয়ে পরামর্শ চাচ্ছেন। বিকল্প হিসেবে তিনি উল্লেখ করেছেন এখন আমি এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে; সরকারি তোশাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি; অথবা নিজে রেখে দিতে পারি। উপদেষ্টা শেষ পর্যন্ত লিখেছেন, পাঠকের পরামর্শ পেলে তিনি উপকৃত হবেন।
উল্লেখ্য, বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com