প্রবাসী সমাজসেবক মাহমুদ মিয়ার মৃত্যুতে বৃটেনে শোকের ছায়া

আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:০৯:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:০৯:৪২ পূর্বাহ্ন
লন্ডন, ২ নভেম্বর : মৌলভীবাজার জেলা সদরের বালিকান্দি গ্রামের কৃতিময় পুরুষ সিলেট বিভাগের গর্ব বার্মিংহামে বসবাসকারী  জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়াকে অশ্রুসিক্ত নয়নে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানালো বৃটেনের বাংলাদেশ কমিউনিটি।
বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত প্রচুরসংখ্যক লোকের অংশগ্রহণে গত ২৭ অক্টোবর সোমবার, বাদ জোহর বার্মিংহামের সেন্ট্রাল মসজিদে নামাজে জানাজা শেষে বামিংহাম কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজার নামাজ আদায় করান মরহুমের ছেলে শেখ হাতিম মিয়া মোজাম্মিল।
গত ২৪ অক্টোবর শুক্রবার রাত ১২:১৪ মিনিটে তিনি বার্মিংহামের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে,স্ত্রী, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।
উল্লেখ্য যে, একসময়ের কানাডার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জি এম মাহমুদ মিয়া দীর্ঘদিন কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন সহ সিলেট ডিভিশন অব ক্যুইবেকের প্রতিষ্ঠাতা ও  প্রতিষ্ঠাতাকালীন সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, সহ কানাডা মৌলভীবাজার সমিতি, মৌলভীবাজার জেলা আন্দোলন, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবং মৌলভীবাজার জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইন এর একজন অন্যতম পৃষ্টপোষক, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অন্যতম উপদেষ্টা,এবং  শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ‘অন্বেষা’ মৌলভীবাজার এর প্রবাসী দাতা ছাড়াও নিজ এলাকার মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত ছিলেন। 
সংবাদ কর্মীদের সাথেও ছিলো তাঁর হৃদ্যতা। ডেইলি সিলেট এবং দৈনিক মৌলভীবাজার ডট কমের চেয়ারম্যান সহ ইউকে বিডি টিভির সাথেও জড়িত ছিলেন। তিনি একজন সৎ, মানবিক গুণসম্পন্ন একজন ভালো মানুষ ছিলেন। মৌলভীবাজার জেলার সকল স্তরের মানুষের প্রতি ছিলো আন্তরিক ভালোবাসা।তাঁর মৃত্যুতে কমিউনিটি তথা সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। 
ইউকে বিডি টিভি পরিবারের পক্ষে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, ম‍্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার  খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল কো অর্ডিনেটর হেলেন ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, ডিরেক্টর আব্দুর রউফ তালুকদার,ডিরেক্টর জয়নুর রহমান,  ইউকে বিডি টিভি.কমের সম্পাদক কাওছারুল আলম রিটন, সাবেক ছাত্রনেতা হাজী আব্দুল বাছিত, বদরুল হক  মনসুর, নাজমুল ইসলাম সুমন , সহ অন্যান্য নেতৃবৃন্দ এক লিখিত  বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার  মোহাম্মদ মকিস মনসুর  সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব জি এম মাহমুদ মিয়া একজন নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে আজীবন মানুষ ও মানবতার কল্যাণে এবং বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাজ্য - এ তিন দেশের বাংলাদেশী কমিউনিটির সেবায় অক্লান্ত নিবেদিত এ মহান ব্যক্তি স্মরণীয় হয়ে থাকবেন। এ তিন দেশের কমিউনিটির মধ্যে সেতুবন্ধনে মরহুম মাহমুদ মিয়ার অবদানটি অনস্বীকার্য।  তিনি অত্যন্ত ভালো মনের, পাঁচ ওয়াক্ত নামাজী ও পরহেজগার পরোপকারী, জনহিতৈষী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে কমিউনিটির অঅপূরণীয় ক্ষতি হয়েছে। 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com