জামায়াতের নেতৃত্বে স্থিতিশীলতা : আবারও আমীর ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০২-১১-২০২৫ ১২:২০:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১১-২০২৫ ১২:২০:২৮ অপরাহ্ন
ঢাকা, ২ নভেম্বর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য নতুন আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকন)ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান ২০২৬–২০২৮ মেয়াদের জন্য জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র আরও জানায়, নির্বাচনের পুরো প্রক্রিয়াটি সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে।

ডা. শফিকুর রহমানের সংক্ষিপ্ত পরিচিতি:
ডা. শফিকুর রহমান পেশায় একজন চিকিৎসক। তিনি সিলেটের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত আছেন। ২০১৯ সালে তিনি প্রথমবারের মতো সংগঠনের আমীর নির্বাচিত হন। তার নেতৃত্বে জামায়াত রাজনৈতিক পুনর্গঠন ও সাংগঠনিক পুনর্বিন্যাসের কাজ চালিয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com