হান্নান সভাপতি, মকিস মনসুর সম্পাদক

বৃটেনে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি 

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১১:৫৪:১৭ পূর্বাহ্ন
কার্ডিফ, ৪ নভেম্বর : বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (৩ নভেম্বর) দুপুর ১টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ার ট্রেজারার এবং কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সাধারণ সম্পাদক (জেনারেল সেক্রেটারি) নির্বাচিত হন।
এছাড়া, আগামী দুই বছরের জন্য ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী, শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান।
সভায় সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর বলেন, “বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির উন্নয়ন, সমাজসেবা ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। আগামী দিনেও সংগঠনটি ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়নে নিবেদিত থাকবে।”
সভা শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com