তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি

আপলোড সময় : ০৪-১১-২০২৫ ১২:১৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১১-২০২৫ ১২:১৫:৪৯ অপরাহ্ন
ঢাকা, ৪ নভেম্বর: সারাদেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে এই সভা, যেখানে ২০টির বেশি এজেন্ডা নিয়ে আলোচনা হয়।
সভাসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার বিচারিক ক্ষমতা ফিরে পাবেন কি না এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জুডিশিয়াল গেজেট কমিটিকে (জিএ কমিটি) দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ফুলকোর্ট সভায় তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির বিষয়ে সম্মতিসূচক সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়টি আলোচনার পরও সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com