নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১২:৫৪:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১২:৫৪:০৪ পূর্বাহ্ন
নিউইয়র্ক, ৫ নভেম্বর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি হয়ে উঠলেন শহরটির সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মেয়র।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন। তাঁর এই বিজয়কে নিউইয়র্কের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তরুণ ও প্রগতিশীল আদর্শকে সামনে রেখে জোহরান মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন ‘অন্য রকম নিউইয়র্ক’ গড়ার। তাঁর ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখা, প্রায় এক মিলিয়ন আবাসনের জন্য “রেন্ট ফ্রিজ” বাস্তবায়ন, এবং বিনামূল্যের বাসসেবা।
বিশ্লেষকদের মতে, মামদানির এই জয় শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতেও ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে বড় বার্তা বহন করছে। তরুণ প্রজন্ম ও প্রগতিশীল ডেমোক্র্যাটদের জন্য এটি এক অনুপ্রেরণাদায়ক মুহূর্ত।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com