চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহতের খবর

আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:৫০:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:৫০:২৭ পূর্বাহ্ন
চট্টগ্রাম, ৫ নভেম্বর : চট্টগ্রামে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গণসংযোগ চলাকালে হঠাৎ অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা গুলি চালায়। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, “তিনজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে। একজন নিহতের খবর পেয়েছি, তবে তা এখনও যাচাই চলছে। কারা গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com