ফোন ও ইন্টারনেট বিভ্রাটের কারণে শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুল

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:৫৩:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:৫৫:৫৮ পূর্বাহ্ন
ফার্মিংটন, (মিশিগান) ৭ নভেম্বর : জেলার ইন্টারনেট ও ফোন পরিষেবা ব্যাহত হওয়ায় শুক্রবার বন্ধ থাকবে ফার্মিংটন পাবলিক স্কুলের সব ক্লাস। বৃহস্পতিবার গভীর রাতে এক ঘোষণায় স্কুল কর্তৃপক্ষ জানায়, একটি অটোমোবাইল দুর্ঘটনায় ফাইবার অপটিক কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় নেটওয়ার্কে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
স্কুল জেলার ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ক্ষতির ফলে আমাদের নেটওয়ার্ক কার্যক্রমের কিছু অংশ ব্যাহত হয়েছে, যার মধ্যে ইন্টারনেট ও ফোন পরিষেবা অন্তর্ভুক্ত— যা নির্দেশনা, যোগাযোগ ও নিরাপত্তার জন্য অপরিহার্য।”
জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকারী দলগুলো দ্রুততম সময়ে পরিষেবা পুনরুদ্ধারে কাজ করছে। তবে আগামী সপ্তাহে এই বিভ্রাটের প্রভাব পড়বে কি না, তা এখনও নিশ্চিত নয়।
বিবৃতিতে আরও বলা হয়, “আপনাদের বোঝাপড়া ও ধৈর্যের জন্য ধন্যবাদ! আমরা জানি শেষ মুহূর্তের পরিবর্তন পরিবারের জন্য কঠিন, এবং আমরা অবশ্যই আগামীকাল আমাদের শিক্ষার্থীদের মিস করব।”
MIschooldata.org অনুযায়ী, ফার্মিংটন পাবলিক স্কুল জেলা দক্ষিণ-মধ্য ওকল্যান্ড কাউন্টিতে প্রায় ৯,১৪৩ জন শিক্ষার্থীকে সেবা দেয়। এর আওতায় রয়েছে একটি প্রাথমিক শৈশব কেন্দ্র, আটটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মধ্য বিদ্যালয় এবং তিনটি উচ্চ বিদ্যালয়।
Source & Photo: http://detroitnews.com

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com