প্রবাসীরা মেয়র, কাউন্সিলম্যান ও বিচারপতি পদে  জয়ী

মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের উত্থান

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:১৮:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:১৮:২৬ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক, ৭ নভেম্বর : মার্কিন রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের উত্থানে নতুন অধ্যায় শুরু হয়েছে। ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব (৪৭) বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।
মিশিগান স্টেটের হ্যামট্রাম্যাক সিটির মেয়র পদে বাংলাদেশি মুহিত মাহমুদ কেবল ১১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে ত্রুটিপূর্ণ ব্যালট যাচাই শেষে চূড়ান্ত ফলাফল আগামী ৭ দিনের মধ্যে ঘোষণা করা হবে।
সিটি কাউন্সিলম্যান পদেও বাংলাদেশিরা জয়ী হয়েছেন। মিলবোর্ন সিটি সংলগ্ন আপার ডারবি টাউনশিপে সায়মা দিশা, মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি এবং মোহাম্মদ হোসেন মিঠু নির্বাচিত হয়েছেন। হ্যামট্রম্যাক সিটিতে আবু আহমদ মুসা ও নাইম চৌধুরী জয়ী হয়েছেন।
নিউইয়র্ক স্টেটে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পুনরায় জয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান সোমা সাঈদ, এবং হাডসন সিটিতে দেওয়ান সরোয়ার, মোহাম্মদ রনি পুনরায় কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন। গুরুত্বপূর্ণ পদ সুপারভাইজার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদুস মিয়া।
নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ ‘কাউন্সিল অ্যাট লার্জ’ পদে জয়ী হয়েছেন। এছাড়া, সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে তৃতীয় মেয়াদে জয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। জর্জিয়ার আটলান্টা সিটি সংলগ্ন ডোরাভিলে সিটির কাউন্সিলম্যান হিসেবে জয় পেয়েছেন বাংলাদেশি মো: নাসের।
এভাবে মিলবোর্ন থেকে নিউইয়র্ক, নিউজার্সি ও জর্জিয়ায় বাংলাদেশিরা স্থানীয় ও রাজ্য পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে প্রবাসী রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com