সাতছড়ি জাতীয় উদ্যানে ট্যুরিজম বোর্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:০৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:০৬:৫৪ অপরাহ্ন
হবিগঞ্জ, ৮ নভেম্বর : পরিষ্কার–পরিচ্ছন্নতার মাধ্যমে পর্যটনবান্ধব সাতছড়ি গড়ার লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন’ কর্মসূচি করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই কর্মসূচির আয়োজন করে। “পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫” উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে সারাদেশে বিশেষ এই ক্যাম্পেইনের অংশ হিসেবে  গতকাল শুক্রবার হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ব্যতিক্রমধর্মী এই  ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সাতছড়ি জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র দেখার জন্য প্রতিদিন উল্লেখ সংখ্যক পর্যটক আসেন। এখানকার  পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যেই এই কর্মসূচি করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জনাব নুজহাত ইয়াসমীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক (জনসংযোগ) মো: বুরহান উদ্দিন, সহকারী বন নিয়ন্ত্রক জামিল আহমেদ খান, পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল, বন কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ।
এই ক্যাম্পেইনে ১৮–৩৫ বছর বয়সী প্রায় ৪০ জন স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় টেকসই পর্যটন গন্তব্য গঠন, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সিংগেল ইউজ প্লাস্টিক ব্যবহার পরিহারের বিষয়ে তরুণদের ধারণা প্রদান করা হয়। পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হবে, যারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানায়, পরিষ্কার পরিবেশ শুধু পর্যটকদের স্বাচ্ছন্দ্যই বাড়াবে না বরং আন্তর্জাতিক অঙ্গনে সাতছড়ির ইতিবাচক ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com