সাহিত্য, সৃজন ও আনন্দের ছোঁয়া মিশিগান বইমেলায়

আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০২:২২:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০২:২২:২৩ পূর্বাহ্ন
ওয়ারেন, ৯ নভেম্বর : উৎসবমুখর পরিবেশ, বইপ্রেমীদের প্রাণচাঞ্চল্য আর সাংস্কৃতিক আবহে গতকাল শনিবার দুপুর ১টায় পর্দা উঠল বহুল প্রতীক্ষিত মিশিগান বইমেলা ২০২৫–এর। 
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মিশিগান বইমেলার আহ্বায়ক ড. দেবাশীষ মৃধা।
উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কর্ডিনেটর ও মিশিগান বইমেলার সদস্য সচিব মৃদুল কান্তি সরকার, মিশিগান বইমেলার যুগ্ম আহ্বায়ক চিনু মৃধা, চিন্ময় আচার্য‍্য, এবং আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।

ওয়ারেন সিটির ১১৭০১, ই. টুয়েলভ মাইল রোডের আনন্দ মঞ্চে আয়োজিত বইমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নামী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের পক্ষ থেকে এসেছে বাতিঘর, প্রথমা প্রকাশন, অনন্যা প্রকাশন, আর যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কের মুক্তধারা প্রকাশনী। স্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান বর্ণমালা মিশিগান, শব্দপত্র প্রকাশনাসহ আরও অনেকেই তাদের বই প্রদর্শন করেছে।
মেলার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ম্যাথ অলিম্পিয়াড। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সফলভাবে সমন্বয় করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী, আর ম্যাথ অলিম্পিয়াড দক্ষভাবে পরিচালনা করেন জাহেদ জিয়া। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
সারাদিন জুড়ে বইমেলার প্রাঙ্গণ ছিল বইপ্রেমী, পরিবার ও শিশুদের পদচারণায় মুখরিত। ছিল সুস্বাদু বাংলাদেশি খাবারের স্টল, আড্ডা, গান আর আনন্দের উচ্ছ্বাস।

মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে দুই দিনব্যাপী বইমেলা আজ রোববার রাত ১০টায় শেষ হবে। শেষদিনের আয়োজনের মধ্যে রয়েছে কবিমেলা, সাহিত্য আলোচনা এবং স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের দোকানসহ নানাবিধ আয়োজন, যা মেলার আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বন্ধনে প্রবাসীদের একত্রিত করেছে এই আয়োজন। মিশিগান বইমেলা ২০২৫ আজ কেবল একটি মেলা নয়, এ এক অনুভূতি, যেখানে বই, শিল্প ও সংস্কৃতি মিলে গড়ে তোলে এক অনন্য প্রবাসী বাংলার চিত্র।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com