রক্ষণাবেক্ষণ কাজে দুই সপ্তাহ বন্ধ থাকবে ডেট্রয়েট পিপল মুভার

আপলোড সময় : ১০-১১-২০২৫ ০১:১৬:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৫ ০১:১৬:৩২ অপরাহ্ন
গত ১৬ জুলাই ডেট্রয়েটের হাডসন’স ডেট্রয়েট ইভেন্ট স্পেস-এর বহিরঙ্গন বারান্দার পাশে দিয়ে যাচ্ছে ডেট্রয়েট পিপল মুভার/Photo : Daniel Mears, The Detroit News

ডেট্রয়েট, ১০ নভেম্বর : শীতকালীন মরসুমের প্রস্তুতি এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রায় দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে ডেট্রয়েট পিপল মুভার। কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার থেকে ২২ নভেম্বর পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত থাকবে।
এক বিবৃতিতে প্রতিনিধিরা জানান, এই সময়ের মধ্যে ক্রুরা একটি নতুন ট্র্যাক সুইচ ইনস্টল করবেন। প্রায় ১০ দিনের এই প্রকল্পের মাধ্যমে গাইডওয়ে মূল্যায়ন ও বেশ কিছু আপগ্রেড সম্পন্ন করা হবে, যা কেবলমাত্র ট্রেন সেবা বন্ধ রেখেই সম্ভব।
ডেট্রয়েট ট্রান্সপোর্টেশন কর্পোরেশন (ডিটিসি) জানিয়েছে, থ্যাঙ্কসগিভিং সপ্তাহের উৎসব উপলক্ষে সময়মতো পুনরায় চালু হবে এলিভেটেড ট্রেন সেবা। বিশেষত ২৩ নভেম্বর Detroit Lions vs. New York Giants গেম ও Jonas Brothers কনসার্টের দিনে সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চলবে বাড়তি সময়ে।
এদিকে, ডিটিসি বাসিন্দা এবং স্টেকহোল্ডারদের ডেট্রয়েট পিপল মুভারের জন্য অপারেশন, স্টেশন এবং সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে প্রতিক্রিয়া প্রদানের জন্য তার অনুদান-অর্থায়িত সিস্টেম স্টাডিতে অংশ নিতে বলছে।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com