ঢাকায় জিয়ার সমাধিতে বিএনপি প্রার্থী ফয়সলের শ্রদ্ধা নিবেদন

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১১:২৪:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১১:২৪:০৪ পূর্বাহ্ন
মাধবপুর, (হবিগঞ্জ) ১৫ নভেম্বর : হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত বিএনপি মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল আজ সকালে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। এসময় তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সমাধি প্রাঙ্গণে দাঁড়িয়ে ফয়সল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর ত্যাগ ও নেতৃত্ব স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার প্রতীক। আজ তাঁর সমাধিতে দাঁড়িয়ে প্রার্থনা করছি যেন আমাদের দেশ শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে আরও অগ্রসর হতে পারে।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতির আদর্শই আমাদের পথপ্রদর্শক। তাঁর সততা, দায়িত্ববোধ ও আত্মত্যাগ আমাদের শেখায় কীভাবে জনগণের কল্যাণে কাজ করতে হয়। প্রার্থী হিসেবে আমিও সেই পথেই চলার অঙ্গীকার করছি।”
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত স্থানীয় নেতারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ও আদর্শ আমাদের কাছে চিরপ্রেরণা। আজকের এই শ্রদ্ধা নিবেদন ইতিহাসের এক মহৎ মুহূর্ত হয়ে থাকবে। শ্রদ্ধা নিবেদন শেষে ফয়সল দোয়া পাঠ করেন এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে ফয়সল তাঁর নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com