লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাতকে নাগরিক সংবর্ধনা

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫১:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫১:০৪ পূর্বাহ্ন
লন্ডন, ১৯ নভেম্বর : যুক্তরাজ্যে তথা ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহত্তম সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে–এর উদ্যোগে লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন–কে এক আড়ম্বরপূর্ণ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে লন্ডনপ্রবাসী বিপুলসংখ্যক চট্টগ্রামবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার লক্ষ্য নিয়ে প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের অনুরোধ জানান। মেয়র ডা. শাহাদাত হোসেন এ বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি চট্টগ্রামের কিডনি ডায়ালাইসিসসহ চলমান বিভিন্ন মানবকল্যাণমূলক প্রকল্পে সহযোগিতার জন্যও প্রবাসীদের আহ্বান জানান।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতারা চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ এবং স্বাস্থ্যসেবায় মেয়রের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁরা প্রবাসীদের দেশে ও বিমানবন্দরে সম্মান-সুরক্ষা নিশ্চিত করা এবং নতুন কালুরঘাট সেতুর নির্মাণ দ্রুত দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
উত্তর বক্তব্যে সিটি মেয়র বলেন, পূর্ববর্তী মেয়রদের মতো তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শুনতে চান না। তিনি কর্ম ও বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের অঙ্গীকার রাখতে চান। চট্টগ্রামকে একটি সত্যিকারের আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এ সময়ে সঠিক ও টেকসই নগর উন্নয়নের জন্য তিনি নগর সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যথাক্রমে এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, বিশিষ্ট চিকিৎসক ডা. নোবেল, কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট শাকির হোসাইন, এসোসিয়েশনের আসমা আলম, সুজন বড়ুয়া, বাপ্পী ওমর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এতে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের তোড়া প্রদান করা হয়। এসব সংগঠনের মধ্যে ছিল-সন্দীপ সমিতি ইউকে, গ্রেটার ম‍্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজারে এসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সিতাকুন্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, বৃটিশ বাংলাদেশি ফোরাম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিউনিটি কেন্ট।
এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “৮০ দশক থেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমাধানের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার সাথে মেডিকেল কলেজের ছাত্র শাহাদাত হোসেন আজকের মেয়র ডা. শাহাদাত হোসেন সম্পৃক্ত ছিলেন। তাই তিনি আসল সমস্যা বুঝতে পেরেছেন এবং জলাবদ্ধতার স্থায়ী নিরসনে সকল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় ও এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সিরিয়াস ভূমিকা পালন করছেন।” তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সভার সভাপতি ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মদ শাহজাহান অনুষ্ঠানে অনেক ব‍্যস্ততার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য মেয়রকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে মেয়রের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com