প্রকাশ্যে খুন বেড়েছে: ‘আইনের শাসন প্রশ্নবিদ্ধ’ : মহাসচিব ইউনুস আহমাদ

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:০৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:০৯:৩৬ অপরাহ্ন
ঢাকা, ১৯ নভেম্বর : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ১০ মাসে সারাদেশে প্রায় ৩ হাজার ২৩০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩২৩টি মানুষ খুন হয়েছেন। শুধু রাজধানী ঢাকাতেই একই সময়ে ৩৭১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা প্রতি মাসে প্রায় ৩৭টি হত্যার সমান।
তবে ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীতে মাসে গড়ে ১৯–২০টি হত্যাকাণ্ড ঘটে বলে দাবি করা হয়েছে। এ দুটি পরিসংখ্যানের উল্লেখযোগ্য ব্যবধান এবং সামগ্রিক ঘটনার সংখ্যা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন।
অধ্যক্ষ ইউনুস আহমাদ বলেন, “দেশে সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এতো বিপুল পরিমাণ হত্যাকাণ্ড অত্যন্ত ভীতিকর। এটি দেশের আইন-শাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলে।” তিনি আরও বলেন, জনমনে আস্থা ফিরিয়ে আনতে এবং নির্বাচনী পরিবেশ স্থিতিশীল করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি এখন জরুরি।
তিনি অভিযোগ করেন, দেশে আগ্নেয়াস্ত্রের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে খুন করতেও দ্বিধা করছে না। তাই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান এবং অপরাধীদের দমনে সর্বব্যাপী কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com