ডিয়ারবর্নে বিক্ষোভ : তিনজন গ্রেপ্তার, পুলিশের শান্ত প্রতিক্রিয়া

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:০৬:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:০৬:২৬ পূর্বাহ্ন
জ্যাক ল্যাং দাবি করেছেন যে ১৮ নভেম্বর ডিয়ারবর্নে এক সমাবেশের সময় এক ব্যক্তি তাকে ধাক্কা দেন। এ ঘটনার পর তিনি ডিয়ারবর্নের অফিসারদের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার অনুরোধ জানান/Photo : Robin Buckson, The Detroit News

ডিয়ারবর্ন, ২০ নভেম্বর : পুলিশ জানিয়েছে, মঙ্গলবার শহরে বিভিন্ন গোষ্ঠীর বিক্ষোভকারীদের অংশগ্রহণে মিছিল চলাকালে তারা তিনজনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভে রিপাবলিকান গভর্নর প্রার্থী অ্যান্থনি হাডসনের নেতৃত্বাধীন একটি দল এবং ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমাপ্রাপ্তদের মধ্যে জ্যাক ল্যাং-এর নেতৃত্বাধীন আরেকটি গোষ্ঠী অংশ নেয়।
মিছিলে কিছু বিক্ষোভকারী ইসলামবিরোধী বার্তাযুক্ত ব্যানার বহন করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রতিপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনই “বিভিন্ন গোষ্ঠীর সদস্য” এবং প্রত্যেককে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কিনা সে বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি।
ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাইন সম্প্রদায়কে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে বলেন, “সকলের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিক্ষোভে সরাসরি জড়িত না হওয়াই উত্তম।” তিনি আরও জানান, ১৮ নভেম্বরের বিক্ষোভের সময় কর্মকর্তাদের “সুশৃঙ্খল ও পরিমাপিত প্রতিক্রিয়া” তাকে গর্বিত করেছে।
আরব-আমেরিকান জনসংখ্যার ঘনত্বের কারণে ডিয়ারবর্নকে দেশে একটি গুরুত্বপূর্ণ সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। শহরটির জনসংখ্যা এক লাখেরও বেশি।
পুলিশ প্রধান শাইন সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, “ডিয়ারবর্ন সম্প্রদায়ের ধৈর্য ও সহযোগিতা আমাদের কাজকে সহজ করেছে। একসঙ্গে আমরা নিশ্চিত করব যে ডিয়ারবর্ন সকলের জন্য নিরাপদ, সম্মানজনক এবং স্বাগতপূর্ণ শহর হিসেবে বজায় থাকবে।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com