পুলিশকে টার্গেট করে নাশকতা, নাগরিকরাই ভুক্তভোগী হবে : ডিএমপি প্রধান

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৫৪:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৫৪:০৮ পূর্বাহ্ন
ঢাকা, ২০ নভেম্বর : ককটেল হামলার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি সতর্ক করে বলেন, পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি অরাজকতার দিকে গড়াতে পারে এবং ৫ আগস্ট-পরবর্তী সহিংসতার মতো পরিবেশে নাগরিকদের নিজেদের বাসাবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
কমিশনার জানান, বুধবার রাতে পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, “এ ধরনের নাশকতা পুলিশকে দুর্বল করার কৌশল। এমন হামলা চলতে থাকলে এর ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।”
তিনি আরও বলেন, “নাশকতার ঘটনায় গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা রয়েছে।”
ডিএমপি কমিশনার অভিযোগ করেন, অরাজকতা ঠেকাতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। “আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। অনুরোধ করব—পুলিশের সঙ্গে এমন আচরণ করবেন না,” বলেন তিনি।
অনলাইন অপরাধের বিস্তার প্রসঙ্গে কমিশনার জানান, অনলাইন জালিয়াতি, ডিজিটাল হয়রানি, মানহানি, প্রতারণা ও অনলাইন গ্যাম্বেলিং মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও আর্থিক সুরক্ষাকে গভীর হুমকির মুখে ফেলছে। তাই জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ডিএমপি সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করা হয়েছে।
উদ্বোধনকৃত সাইবার সাপোর্ট সেন্টারে থাকবে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব, দক্ষ তদন্ত টিম, ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং ২৪ ঘণ্টার রেসপন্স ইউনিট। নাগরিকরা ফেসবুক পেজ, ইমেইল এবং গোয়েন্দা পুলিশের অনলাইন চ্যানেলের মাধ্যমে সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com