মহাস্থবির ড. জ্ঞানশ্রীর স্মরণে রাঙ্গামাটিতে নৈর্বাণিক প্রার্থনা ও পুণ্যদান

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০২:২৮:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০২:২৮:১৬ পূর্বাহ্ন

রাঙ্গামাটি, ২২ নভেম্বর: “তোমার স্মরণ আলোয় আলোয়”—এই ভাবনা ধারণ করেই একুশে পদকপ্রাপ্ত, অগ্রমহাপণ্ডিত, মহাসদ্ধমজ্যোতিকাধ্বজ, মহামান্য ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের মহাপ্রয়াণে নৈর্বাণিক শান্তি–সুখ কামনায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মানব কল্যাণে ধম্মকথা পরিবারের উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।সমবেত প্রার্থনা পরিচালনা করেন বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনা পাল থের। পুণ্যদান করেন সদ্ধর্ম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আনন্দ প্রিয় ভিক্ষু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা এবং বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সম্মানিত সদস্য সচিব ধীমান বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক হিরণ বড়ুয়া, সুজিত বড়ুয়া, শ্যামল বড়ুয়া, শম্ভু মিত্র, সুজিত বড়ুয়া মনু, মিন্টু বড়ুয়া, এবং বিহারের সহ-সভাপতি বিপ্লব বড়ুয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন মানব কল্যাণে ধম্মকথা পরিবারের যুগ্ম আহ্বায়ক শ্রাবণ বড়ুয়া আকাশ। বক্তব্য রাখেন সদস্য সচিব সন্ত বড়ুয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদস্য বিজয় বড়ুয়া, সুস্ময় বড়ুয়া, নয়ন বড়ুয়া, পারাম্ভ বড়ুয়া, পূজা বড়ুয়া প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com