ঢাকায় ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর’ শিক্ষা মেলার উদ্বোধন

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:০৯:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:০৯:২৮ অপরাহ্ন
ঢাকা, ২৪ নভেম্বর : রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত চার দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মুক্ত করতে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে। পাকিস্তানের বিভিন্ন শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এতে অংশ নিচ্ছে। আয়োজকদের বরাতে জানা গেছে, মেলার মাধ্যমে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি বা স্কলারশিপ প্রদান করা হবে। এতে বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হবে।
উপাচার্য অধ্যাপক ড. এ.এম. সরওয়ার উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা হলো আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র। এমন আয়োজন দুই দেশের শিক্ষা বিনিময়কে শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করবে।” তিনি এই উদ্যোগকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে অভিহিত করেন। চার দিনব্যাপী এই শিক্ষা মেলার অংশ হিসেবে দেশের তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী ২৬ নভেম্বর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ২৮ নভেম্বর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে,
৩০ নভেম্বর: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ক্যাম্পাসে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা চলবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাকিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থা, টিউশন ফি গঠন, আবাসন সুবিধা, স্কলারশিপ সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং সম্ভাব্য শিক্ষাজীবন সম্পর্কে সরাসরি তথ্য দেওয়ার জন্য মেলাটি বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের জিজ্ঞাসার উত্তর দেবেন এবং পরামর্শ প্রদান করবেন।
মেলাটি সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণ করতে কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই বলে আয়োজকেরা জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com