ওক পার্কে হুইলচেয়ার–নির্ভর প্রবীণ সৈনিককে চাপা দিয়ে পালালো গাড়ি

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১২:১০:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১২:১০:৪৮ অপরাহ্ন
ওক পার্ক, ২৪ নভেম্বর : সপ্তাহান্তে হুইলচেয়ার ব্যবহারকারী ৭১ বছর বয়সী এক সামরিক প্রবীণের মৃত্যুর ঘটনায় একজন চালককে শনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ।
ওক পার্ক জননিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার ভোর ১টা ৩০ মিনিটের দিকে ওয়েস্ট নাইন মাইল ও হার্ডিং স্ট্রিট এলাকায় এ সংঘর্ষ ঘটে। নজরদারি ভিডিও অনুযায়ী, দুর্ঘটনার পর ভুক্তভোগী প্রায় চার ঘণ্টা রাস্তায় পড়ে ছিলেন; পরে ৯১১ নম্বরে খবর পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
প্রতিক্রিয়াশীল কর্মকর্তারা ওই প্রবীণ যুদ্ধ-সেনাকে খুঁজে পেয়ে তাৎক্ষণিকভাবে জীবনরক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করেন। তবে, ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় এবং পরবর্তী পরীক্ষার জন্য ওকল্যান্ড কাউন্টির মেডিকেল পরীক্ষক অফিসে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রবীণ ব্যক্তি হুইলচেয়ারসহ রাস্তায় ছিলেন, যখন পূর্বমুখী গাঢ় রঙের একটি সেডান সম্ভবত কিয়া বা হুন্ডাই তাকে ধাক্কা দিয়ে দ্রুত সরে যায়।
ঘটনাটি তদন্ত করছে ওক পার্ক পাবলিক সেফটি ইনভেস্টিগেশনস অ্যান্ড ডিটেকটিভ ব্যুরো এবং ওকল্যান্ড কাউন্টি শেরিফের রিকনস্ট্রাকশন টিম। গাড়ি বা ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে ওক পার্ক পাবলিক সেফটি বিভাগের (248) 691-7447 এই নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
এটা ছিল এলাকায় সাম্প্রতিক হিট-অ্যান্ড-রানগুলোর সর্বশেষ ঘটনা। গত মাসে ডেট্রয়েটের পূর্ব ও পশ্চিম পাশে দুটি মারাত্মক হিট-অ্যান্ড-রান ঘটে। সেপ্টেম্বরেও আরেকটি প্রাণঘাতী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়, এবং জুনে ঘটে যাওয়া আরেক ঘটনায় তিন বছরের এক শিশু নিহত হয়। গত সপ্তাহে, মাউন্ট মরিসের এক নারী লিভোনিয়ার আরেক হিট-অ্যান্ড-রান মামলায় দোষী সাব্যস্ত হয়ে শাস্তির অপেক্ষায় রয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com