ছুটন সভাপতি, শাহীন সেক্রেটারি

জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নতুন কমিটি

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০২:৩৮:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০২:৩৮:২৪ পূর্বাহ্ন
লন্ডন, ২৬ নভেম্বর : গত সোমবার পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির নির্বাচন। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল অদুদ দিপক, সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মুহিবুর রহমান।
বক্তারা ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, যত বেশি সামাজিক সংগঠন সক্রিয় থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম তত বেশি অনুপ্রাণিত হবে। পূর্বসূরিদের ত্যাগ ও সংগ্রামের পথ অনুসরণ করে আজকের প্রজন্ম সমাজে সম্মানের সঙ্গে এগোচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পথ তৈরি করছে।
বিদায়ী কমিটির কার্যক্রমের প্রশংসা করে বক্তারা উল্লেখ করেন, অনেক সংগঠনে মেয়াদ শেষে নেতা স্বেচ্ছায় সরে না দাঁড়ালে সামাজিক সেবায় বাধা সৃষ্টি হয়, কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে এই দিক থেকে ইতিবাচক উদাহরণ স্থাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আলহাজ্ব মাহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামাল ইয়াকুব, সাবেক মেয়র আ ম অহিদ আহমেদ, কাউন্সিলর শেরওয়ান কামালী, বিসিএ সেক্রেটারি মিঠু চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ফয়জুল হক, বাংলাদেশ সেন্টার এর সেক্রেটারি প্রফেসর আব্দুল সহিদসহ আরও অনেকে।
বিদায়ী সভাপতি মুহিবুর রহমান নতুন কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, “একটি শক্তিশালী কমিটি উপহার দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আশা করি নতুন কমিটি সিলেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নির্বাহী কমিটি (২০২৫)
সভা শেষে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ)-এর সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি: আবুল কালাম আজাদ ছুটন, সেক্রেটারি: নাসির আহমেদ শাহীন, চিফ ট্রেজারার: শামীম আহমেদ
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: জামাল উদ্দিন মকদ্দুস, চার জেলার ভাইস প্রেসিডেন্ট (প্রতিটি জেলা থেকে ৩ জন) : সিলেট জেলা: আসাদুজ্জামান আহমেদ, শহিদুল ইসলাম মামুন এবং সালেহ আহমেদ জিলান, মৌলভীবাজার জেলা: সাইফুল আলম লিখন এবং আব্দুল মুকিদ,  হবিগঞ্জ জেলা: নজরুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ এবং নিয়াজ চৌধুরী লিঙ্কন,  সুনামগঞ্জ জেলা: হাফিজুর রহমান
এবং আশিকুর রহমান,  সহ-সভাপতি (মহিলা): কাউন্সিলর রিতা বেগম, যুগ্ম সম্পাদক: দেলোয়ার আহমেদ, মিজানুল চৌধুরী, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, সরফরাজ আহমেদ শরফু, আব্দুর রউফ মিসবাহ, জাহাঙ্গীর আলম শিমু, যুগ্ম কোষাধ্যক্ষ: হিফজুর রহমান চৌধুরী, মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক: শেখ শামীম আহমেদ, মঈনুল ইসলাম সুহাগ, আবদুস সুফহান, বশির আহমেদ ফয়সল, প্রেস ও প্রচার সম্পাদক: ড. এনাম চৌধুরী, যুগ্ম প্রেস ও প্রচার সম্পাদক: কামরুজ্জামান চৌধুরী, অফিস সম্পাদক: আতাউর রহমান মিফতা, সদস্য সচিব: মো. সাইফ আহমেদ সুইট,
ধর্ম বিষয়ক সম্পাদক: গোলাম রব্বানী তৈমুর, যুব ও ক্রীড়া সম্পাদক: ইকবাল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: তারেক উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: শেখ কামাল।
নির্বাহী সদস্যরা হলেন- মুহিবুর রহমান মুহিব, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ফয়জুল হক, মিতু চৌধুরী, আব্দুল করিম, অলি উদ্দিন শামিম, মোহাম্মাদ নুর ব্যক্স, সাদেক আহমেদ, সৈয়দ হাসান আহমেদ, সৈয়দ আবুল মনসুর লিলু, শরিফুল ইসলাম, দিলাল আহমেদ, আবুল হাসনাত আজাদ সুহান, মনসুর আহমেদ শাওন, ব্যারিস্টার আবু সুহেল সাদাত, প্রফেসর আবদুল হাই, শফিকুর রহমান, ওছি মিয়া পাঠান, তুফজ্জল চৌধুরী, আব্দুল কাহার।
উপদেষ্টা বোর্ডে রয়েছেন- পাশা খন্দকার এমবিই, মোহাম্মদ আব্দুল মুনিম ওবিই, অলি খান এমবিই, নজরুল ইসলাম বাসন, মাহিদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালিক এবং ব্যারিস্টার লুৎফুর রহমান।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ বাসীগন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com