সিলেটে ডা. তুহিন বড়ুয়াকে পদোন্নতি জনিত সংবর্ধনা

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৩:১৩:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৩:১৩:৪৬ পূর্বাহ্ন
সিলেট, ২৬ নভেম্বর: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের রেজিস্ট্রার ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের শিক্ষা, সাহিত্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. তুহিন বড়ুয়া তমাল সহকারী অধ্যাপক (পেডিয়াট্রিক্স) পদে পদোন্নতি লাভ করেছেন।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল সোমবার ২৪ নভেম্বর কাজশাহস্থ কমফোর্ট মেডিকেল সার্ভিস অডিটোরিয়ামে পদোন্নতির সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটি, সকল অঞ্চল কমিটি, বৌদ্ধ অনলাইন মুখপাত্র ধম্মকথা, মানব কল্যাণে ধম্মকথা, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন, দৈনিক ইনফো বাংলা, ডেইলি মর্নিং টুডে সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ  ডা. তুহিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দরা বলেন, ডা. তুহিন বড়ুয়ার নিষ্ঠা, পরিশ্রম ও চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ডা. তুহিন  বলেন, “জাতি ও ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে সেবা ধর্ম পালন করে যেতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উপদেষ্টা বরন কুমার চৌধুরী, সভাপতি লিটন বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, সদস্য রানা বড়ুয়া, প্রবেশ বড়ুয়া, শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com