চুনারুঘাটে বিএনপির মিছিল জনস্রোতে পরিণত

গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিলেন ফয়সল

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:৫৮:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:৫৮:৪০ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ২৬ নভেম্বর: হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বিকেলে চুনারুঘাটের মধ্যে বাজারে বিএনপির গণমিছিল ও নির্বাচনী সভা রূপ নেয় এক জনসমুদ্রে। এ আসনে বিএনপির সমর্থিত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামে, যা বিকেলের আগেই পুরো বাজার এলাকাকে পরিণত করে এক ঐতিহাসিক সমাবেশে।
চুনারুঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলে অংশ নেয় চুনারুঘাটের ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দুপুরের পর থেকেই বিভিন্ন গ্রাম, বাজার, চা-বাগান অঞ্চল এবং পাহাড়ি জনপদ থেকে মিছিলের পর মিছিল এসে যোগ দেয় সমাবেশে। ধানের শীষের ব্যানার–ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদর। নারী–পুরুষ, যুবক–যুবতী, কৃষক, দিনমজুর, চা–বাগান শ্রমিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই গণজোয়ারে।
বৃহৎ এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, “রাষ্ট্রের ভাঙা কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণের অধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা এবং মুক্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “বড় আশা নিয়ে আবার আপনাদের দুয়ারে এসেছি। এবার আপনারা আমাকে নিরাশ করবেন না। এ নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন—দেশকে এগিয়ে নেওয়ার নির্বাচন। আপনাদের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে চুনারুঘাটের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
যুবসমাজের সমস্যার প্রসঙ্গে ফয়সল বলেন, “যুবশক্তিকে কাজে লাগানো হবে, তাদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। বেকারত্ব দূর করতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।” তিনি উল্লেখ করেন, চুনারুঘাট–মাধবপুর এলাকায় রয়েছে ২৩টি চা-বাগান, যেখানে হাজার হাজার শ্রমিক কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “এই দেশে আপনাদের ওপর কেউ কোনো জুলুম–নির্যাতন করতে পারবে না। আপনারা স্বাধীনভাবে, নিরাপদে চলাফেরা করবেন। আমরা আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো।”
আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফয়সল আরও বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাই ভোটকেন্দ্রে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com