হবিগঞ্জে নিয়োগ পেলেন নারী

সিলেট বিভাগের চার জেলায় নতুন পুলিশ সুপার

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১২:৩৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১২:৩৫:৩৬ অপরাহ্ন
হবিগঞ্জ, ২৬ নভেম্বর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করতে সরকার লটারির মাধ্যমে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন পদায়নের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন, যার একজন নিয়োগ পেয়েছেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। বাকি তিন জেলার (সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ) পুলিশ সুপারকেও লটারির মাধ্যমে বদলী করা হয়েছে।
২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেট জেলায়, মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ জেলায়, পিবিআই কর্মকর্তাদের আবু বসার মো. জাকির হোসেনকে সুনামগঞ্জ জেলায় এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনা জেলায় বদলী করা হয়েছে।সিলেট বিভাগের চার জেলায় নতুন পুলিশ সুপার, একজন নারী
হবিগঞ্জ, ২৬ নভেম্বর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করতে সরকার লটারির মাধ্যমে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন পদায়নের মধ্যে চারজন নারী কর্মকর্তা রয়েছেন, যার একজন নিয়োগ পেয়েছেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। বাকি তিন জেলার (সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ) পুলিশ সুপারকেও লটারির মাধ্যমে বদলী করা হয়েছে।
২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে সিলেট জেলায়, মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জ জেলায়, পিবিআই কর্মকর্তাদের আবু বসার মো. জাকির হোসেনকে সুনামগঞ্জ জেলায় এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনা জেলায় বদলী করা হয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com