মাধবপুর, (হবিগঞ্জ) ২৮ মে : মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, বীর মুক্তিযোদ্ধা এনাম খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, আওয়ামীলীগ নেতা বেনু মাধব রায়, ফারুক পাঠান, আওয়ামীলীগনেতা মিজানুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ। সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়।