জাতীয় নির্বাচনের আগে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন

আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০০:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০০:৪৬ পূর্বাহ্ন
ঢাকা, ১ ডিসেম্বর : বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল তার হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।
রেজা কিবরিয়া পেশায় অর্থনীতিবিদ। আইএমএফের হয়েও তিনি বিশ্বের প্রায় ৩৫টি দেশে কাজ করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দিয়ে পরে দলের সাধারণ সম্পাদক হন। নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দিলে দলটি দুই ভাগে বিভক্ত হয়।
পরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে তিনি গণঅধিকার পরিষদ গঠন করেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দলটি পরবর্তীতে আবারও বিভেদে জড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় থাকার পর এবার রেজা কিবরিয়া সরাসরি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
বিএনপি সূত্র বলছে, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দল কাঠামোগত পুনর্গঠনে কাজ করছে। রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। ইতোমধ্যে দল ২২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং তার আসনটি খালি রাখা হয়েছে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত বিএনপির কয়েকজন নেতা বলেন, রেজা কিবরিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অঙ্গনে কাজের দক্ষতা দলকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম জরুরি। “পরিবর্তনের জন্য জাতীয় পর্যায়ে একটি প্রভাবশালী দলীয় ভূমিকা অপরিহার্য,” তিনি বলেন, “এবং আমি সেই বিবেচনা থেকেই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com