ঢাকা, ১ ডিসেম্বর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে। রোববার (০১ ডিএসম্বর) এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান। তিনি বলেন, ‘ম্যাডামকে (খালেদা জিয়া) সিইসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।’ দেশবাসীর কাছে দোয়া চেয়ে আহমেদ আযম খান বলেন, ‘শনিবার (৩০ ডিসেম্বর) গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। আমি এর বাইরে অন্য কিছু বলতে চাই না।’
দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
এর আগে রোববার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখন তাকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণ করতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলেছেন। চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানান তারা।
এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 'অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।'
দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
এর আগে রোববার খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখন তাকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণ করতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলেছেন। চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন বলে জানান তারা।
এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। 'অতএব, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।'