খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ

আপলোড সময় : ০১-১২-২০২৫ ১২:১৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০১:৪৯:০০ পূর্বাহ্ন
ঢাকা, ১ ডিসেম্বর : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি হয়েছে।
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইন, ২০২১–এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়। এর ফলে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যরা এসএসএফের বিশেষ নিরাপত্তা সুবিধার আওতায় আসবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বার্ধক্যজনিত নানা জটিলতায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। হৃদযন্ত্রের নিবিড় পরিচর্যা ইউনিটে (সিসিইউ) তার অবস্থা গত কয়েক দিন ধরে ‘স্থিতিশীল’ থাকলেও চিকিৎসকদের মতে পরিস্থিতি অত্যন্ত জটিল, এবং যেকোনো সময় অবনতি হওয়ার শঙ্কা রয়ে গেছে।
এই প্রেক্ষাপটে সোমবার (১ ডিসেম্বর) চীন থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। লন্ডন, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com