কার্ডিফে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:১৫ পূর্বাহ্ন
কার্ডিফ, ৪ ডিসেম্বর : ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। ‘বিশ্বের যেখানেই থাকুন, বিজয়ের মাসে বিজয়ফুল পরুন, বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন, একাত্তরের শহীদদের স্মরণ করুন এবং বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন’ এই স্লোগান ও দীপ্ত অঙ্গীকারকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে বিজয়ফুল কার্যক্রম। ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের সর্বত্র মুক্তিযুদ্ধের গল্প বলা এবং প্রতিদিন বিজয়ফুল পরার আহ্বান জানানো হয়েছে। বিগত ১৮ বছরের ধারাবাহিকতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মতো এ বছরও ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলা স্কুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিজয়ফুল কর্মসূচি–২০২৫।
গত ১ ডিসেম্বর, সোমবার দুপুর ১২টা ১ মিনিটে বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিজয়ফুল কর্মসূচির ওয়েলসের উজ্জীবক এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’—এই দেশাত্মবোধক কলির চেতনা হৃদয়ে ধারণ করে একে অপরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ’৭১–এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ বিজয়ফুল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব শাহ আতাউর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই  পোগ্রামে বক্তব্য রাখেন আনহার মিয়া, কাওসার হোসেন, শেখ মোহাম্মদ আনোয়ার, আলহাজ্ব তৈমুছ আলী, আনসার মিয়া, ভিপি সেলিম আহমদ, আসকর আলী, শাহ গোলাম কিবরিয়া, সৈয়দ জুয়েলুর রহমান, এম এ রউফ, আবুল কালাম মুমিন, রকিবুর রহমান, মোহাম্মদ বদরুল মনসুর, ও সৈয়দ রুহেল রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
এদিকে কার্ডিফের বাংলা স্কুল ছাত্র ছাত্রীদের মাঝে ও বিভিন্ন গ্রোসারি শপ ও রেষ্টুরেন্ট - টেকওয়ে নানা ব্যাবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে মানুষের মাঝে বিজয় ফুল পরিয়ে দেওয়া হয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন। 
মহান শহীদানদের স্মৃতি বহন করে বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে যে স্বপ্ন নিয়ে ১৮ বছর আগে, ২০০৭ সালে যুক্তরাজ্য থেকে শুরু হয়েছিল বিজয়ফুল কর্মসূচি—তার সেই যাত্রা আজও নতুন প্রত্যয়ে অব্যাহত। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের বীরগাথা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গড়ে ওঠা এই কর্মসূচি প্রতি বছর আমাদের জাতীয় চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে এমনটাই উল্লেখ করেন কার্ডিফ শাহজালাল বাংলা স্কুল কমিটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং বিজয়ফুল কর্মসূচির উজ্জীবক মোহাম্মদ মকিস মনসুর।
তিনি বলেন, “বাংলাদেশ থেকে দূরে থাকলেও হৃদয়ের মাটিতে আমরা আজও সেই রক্তঝরা একাত্তরকে বুকে ধারণ করে আছি। ১লা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত আমরা সবাই বিজয়ফুল পরিধান করব—শুধু প্রতীক হিসেবে নয়, বরং এক অঙ্গীকার হিসেবে। এটি মুক্তিযুদ্ধের মূল্যবোধ, মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকতা ধরে রাখার অঙ্গীকার। পাশাপাশি নতুন প্রজন্মকে সত্য ইতিহাস জানানো এবং মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা সামনে এগিয়ে নেওয়াই হোক আমাদের দীপ্ত শপথ।”
সভায় অন্যান্য বক্তারা আগামী ১৬ ই ডিসেম্বর  মহান বিজয় দিবসের আলোচনা সভা, ও বিজয়ফুল কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com