ওয়ারেন, ৬ ডিসেম্বর : নগরীর বাসিন্দা অনুকুল চন্দ্র দেবনাথের পিতা ব্রজেন্দ্র দেবনাথ আর নেই। শেষ হলো এক সরল, নিবেদিত ও আদর্শ মানবের জীবনযাত্রা। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বনগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। জীবনের ৮১ বছরের পথচলা শেষে রেখে গেলেন স্ত্রী, চার ছেলে, এক কন্যা, পুত্রবধূ, নাতি–নাতনি এবং অসংখ্য ভালোবাসার মানুষ।
পেশাগত জীবনে কালিটি চা বাগানের একজন টেইলার্স ব্যবসায়ী হলেও ব্রজেন্দ্র দেবনাথের পরিধি ছিল তার চেয়েও অনেক বড়। দায়িত্বশীল মানুষ হিসেবে যেমন সুনাম ছিল, তেমনি মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা তাঁকে সমাজে এক আলাদা মর্যাদা ও ব্যক্তিত্ব এনে দিয়েছিল।
সরলতার দীপ্তি, উদার হৃদয় এবং মানুষের পাশে থাকার সেই সহজাত মন এই তিন গুণই তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের শোক নয়, বরং সমাজের এক প্রিয় মুখের নীরব বিদায়।
শোক
অনুকুল চন্দ্র দেবনাথের পিতা ব্রজেন্দ্র দেবনাথের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান এর সম্পাদক চিন্ময় আচার্য্য গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, ঈশ্বর যেন এই গভীর শোক সহ্য করার শক্তি তাদের প্রদান করেন। একই সঙ্গে তিনি ব্রজেন্দ্র দেবনাথের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।
পেশাগত জীবনে কালিটি চা বাগানের একজন টেইলার্স ব্যবসায়ী হলেও ব্রজেন্দ্র দেবনাথের পরিধি ছিল তার চেয়েও অনেক বড়। দায়িত্বশীল মানুষ হিসেবে যেমন সুনাম ছিল, তেমনি মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা তাঁকে সমাজে এক আলাদা মর্যাদা ও ব্যক্তিত্ব এনে দিয়েছিল।
সরলতার দীপ্তি, উদার হৃদয় এবং মানুষের পাশে থাকার সেই সহজাত মন এই তিন গুণই তাঁকে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের শোক নয়, বরং সমাজের এক প্রিয় মুখের নীরব বিদায়।
শোক
অনুকুল চন্দ্র দেবনাথের পিতা ব্রজেন্দ্র দেবনাথের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান এর সম্পাদক চিন্ময় আচার্য্য গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, ঈশ্বর যেন এই গভীর শোক সহ্য করার শক্তি তাদের প্রদান করেন। একই সঙ্গে তিনি ব্রজেন্দ্র দেবনাথের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।