বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল সংঘদান ও সাংগঠনিক সফর

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:২০:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:২০:২১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল, ৬ ডিসেম্বর : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের উদ্যোগে শ্রীমঙ্গলে সংঘদান অষ্টপরিষ্কারসহ স্মরণসভা ও সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা অধ্যক্ষ বরন কুমার চৌধুরী ও স্মরন কুমার চৌধুরী'র প্রয়াত পিতা দিলীপ কুমার চৌধুরী, মাতা প্রয়াত অর্চনা চৌধুরী ও কনিষ্ঠ ভ্রাতা মিত্র কুমার চৌধুরী'র  পারলৌকিক শান্তি কামনায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে পারম্ভিক বক্তব্য রাখেন অধ্যক্ষ বরন কুমার চৌধুরী। রাজধানীর মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের আনোয়ারার তালসরা আনন্দধাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথের, এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের আনোয়ারার বটতল জেতবন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় ভিক্ষু, মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রজ্ঞারত্ন ভিক্ষু এবং সিলেট বৌদ্ধ বিহারের ধর্মজ্যোতি ভিক্ষু। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে আগত জ্ঞাতীবৃন্দও উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে আগত পরম জ্ঞাতী শ্যামল মিত্র বড়ুয়া,  বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, সভাপতি লিটন বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি তপতি বড়ুয়া, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, টুম্পা বড়ুয়া, মুক্তি বড়ুয়া, কাবেরী চৌধুরী, রত্না বড়ুয়া, শেলু বড়ুয়া, সেতু বড়ুয়া, দীপান্বিত বড়ুয়া জয়ী, রানা বড়ুয়া, সুজিত বড়ুয়া, সেতু বড়ুয়া মুক্তা, সীমান্ত বড়ুয়া জয়, প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া প্রমুখ। 
সংঘদান ও জ্ঞাতিভোজনের পর, সভাপতি লিটন বড়ুয়ার সভাপতিত্বে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com