ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে : ফখরুল

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১৮:০৪ পূর্বাহ্ন
ঢাকা, ৭ ডিসেম্বর :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমরা ধর্মকে সম্মান করি, কিন্তু ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র বা সমাজে বিভাজন আনা কখনোই বিশ্বাস করি না। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের মূল ভিত্তি ছিল সবার বাংলাদেশ। 
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনকালে ফখরুল আরও বলেন, বিএনপিকেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তিনি ছাত্রদলকে উদ্দেশ করে বলেন, দলীয় ৩১ দফা গ্রামীণ পর্যায়ে যথাযথভাবে পৌঁছাতে পারা যায়নি। ক্যাম্পাসে ছাত্রদলের কর্মকাণ্ড কম থাকায় সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনে প্রত্যাশিত সাফল্য অর্জন করা যায়নি। তিনি ছাত্রদলকে নতুন চিন্তা, কাঠামো ও আধুনিক রাজনৈতিক ধারা অনুযায়ী পুনর্গঠনের আহ্বান জানান।
ফখরুল বিএনপির ‘দেশ গড়ার কর্মসূচি’ প্রসঙ্গে বলেন, এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব ভাবনার প্রতিফলন। নতুন বাংলাদেশ গড়তে আগামী দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা দলটি এগিয়ে নিচ্ছে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যা পুনর্গঠন করা জরুরি। এছাড়া সাইবার যুদ্ধের যুগে অপপ্রচার মোকাবিলায় সক্ষমতা না বাড়ালে বিএনপি কাঙ্ক্ষিত রাজনৈতিক লড়াইয়ে পিছিয়ে পড়বে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com