স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১৯:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১৯:০৭ পূর্বাহ্ন
ঢাকা, ৭ ডিসেম্বর : প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
সকাল ১১টার দিকে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। এরপর সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবরোধ শুরু করেন। বর্তমানে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা উল্লেখ করেন, মডেল সম্পর্কিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, ‘শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধ করেছেন। আমরা বোঝানোর চেষ্টা করছি যাতে তারা সড়ক ছেড়ে আন্দোলন করে, এছাড়া শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথাও হচ্ছে।’ পুলিশও মোতায়েন রয়েছে।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com