সুপারভাইজার গেইশা চেস্টনাটের উদ্যোগে কর্মীদের মিলনমেলা

ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েটে বর্ণিল হলিডে পার্টি

আপলোড সময় : ১২-১২-২০২৫ ০১:৩৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৫ ০১:৩৬:০৯ পূর্বাহ্ন
ডেট্রয়েট, ১২ ডিসেম্বর : ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েটের সেকেন্ড শিফটের কর্মীদের অংশগ্রহণে গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত ও রঙিন হলিডে পার্টি। সেকেন্ড শিফট সুপারভাইজার গেইশা চেস্টনাটের উদ্যোগে এবং কর্মীদের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দমুখর এক আনন্দমুখর মিলনমেলায়।
লাঞ্চ টাইমে আয়োজিত এই বিশেষ আয়োজনকে কেন্দ্র করে কোম্পানির হলরুমে ছিল উৎসবের আমেজ। লাল পোশাকে সজ্জিত কর্মীরা উৎসবের আমেজকে আরও উজ্জ্বল করে তোলে। কেক কাটা, খাবার পরিবেশন, আড্ডা ও আনন্দঘন মুহূর্তে মুখরিত ছিল পুরো হলরুম।
হলিডে পার্টিকে সফলভাবে সম্পন্ন করতে কর্মীদের সুবিধার্থে ব্রেক টাইমের সঙ্গে অতিরিক্ত ১০ মিনিট যোগ করা হয়। ফলে কাজের ব্যস্ততার মাঝেও সবাই স্বাচ্ছন্দ্যে অনুষ্ঠানে অংশ নিতে পেরেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন টিম লিডার লিয়াকত আলী এবং আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে সুপারভাইজার গেইশা চেস্টনাট লটারির মাধ্যমে চারজন কর্মীকে গিফট কার্ড প্রদান করেন। এছাড়া তিনি সকল কর্মীকে বিশেষ পুরস্কারও দেন।
উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই পার্টি শুধু উৎসব নয়, এটি আমাদের টিমওয়ার্ক, বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার প্রতীক। আমরা একসঙ্গে কাজ করি, একসঙ্গে উদযাপন করি—এটাই ফ্লেক্স-এন-গেট পরিবারের শক্তি।”
সামনে বড়দিন ও নতুন বছর। দীর্ঘ ছুটির আগে আয়োজিত এই হলিডে পার্টি কর্মীদের জন্য ছিল আনন্দ ও উদ্দীপনায় ভরপুর এক প্রশান্ত বিরতি। অংশগ্রহণকারী কর্মীরা জানান, বছরের ব্যস্ত সময়ের শেষদিকে এমন একটি আনন্দঘন আয়োজন তাদের কাজের প্রতি অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। উৎসবমুখর এই আয়োজন কর্মপরিবেশে আনন্দ, ঐক্য ও সৌহার্দ্যকে আরও গভীর করেছে বলেও মনে করেন তারা।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com