জালালাবাদ এসোসিয়েশন ইউকের নতুন কমিটির প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৯:২৪:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৯:২৪:৩০ পূর্বাহ্ন
লন্ডন, ১২ ডিসেম্বর : জালালাবাদ এসোসিয়েশন ইউকের নবগঠিত কমিটির প্রথম কার্যকরি পরিষদের সভা পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার নবনির্বাচিত কমিটির সভাপতি, কবি ও ছড়াকার আবুল কালাম আজাদ ছুটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী নাসির আহমেদ শাহীন এর পরিচালনায় সভায় বক্তারা নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও নতুন কমিটি নানা চমকপ্রদ উদ্যোগ গ্রহণ করবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারারসহ দক্ষ জনবলের সমন্বয়ে গঠিত বর্তমান কমিটি বাংলাদেশের শিক্ষা, অর্থনীতি, সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সভায় জানানো হয়, আগামী মার্চ মাসে জালালাবাদ এসোসিয়েশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, চিফ ট্রেজারার শামীম আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, ভাইস প্রেসিডেন্ট গন যথাক্রমে ড. মোদাব্বের হোসেন,  কাউন্সিলর রিতা বেগম, সালেহ আহমেদ জিলান,  নজরুল ইসলাম, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি আব্দুল অদুদ দিপক, প্রতিষ্ঠাতা প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ড. রফিকুল হায়দার, অলি উদ্দিন শামিম, আব্দুল করিম, শেখ ফারুক, শেখ শামিম, নজরুল ইসলাম, হিফজুর রহমান, এ রহমান অলি, আবু সাদাত মোহাম্মদ সুহেল, মোহাম্মদ আব্দুস সোবহান।
আরো উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, মিসবাহ উদ্দিন রফি, ফয়জুল বাসার, আতাউর রহমান, জিয়াউর রহমান (জিয়া) জুবায়ের আহমেদ, আসাদুজ্জামান আহমেদ, শহিদুল আলম মামুন, দুলাল উদ্দিন রায়ান, হাবিবুর রহমান ময়না, আবুল হাসনাত আজাদ সোহান, মিছবাহ উদ্দিন রোপ, শেখ শামীম আহমদ, হিফজুর রহমান চৌধুরী, তারেক উদ্দিন, আব্দুল সুফান, ইকবাল খান, ময়নুল ইসলাম সুহাগ, দিলাল আহমেদ, জাহাঙ্গীর আলম, তইয়ব আলি (সাজু) এম আলি আহমেদ, সরিফুল ইসলাম, এম শাহজাহান, মুহিবুর রহমান, মোহাম্মদ শামিম আহমেদ, সাইদা নাসিমা বেগম, গোলাম রব্বানী, আজহার আহমেদ ওয়াসিম, সাজু আহমেদ, শাহিনুর রহমানসহ আরও অনেকে। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মনসুর আহমেদ শাওন। সভা শেষে নৈশভোজের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com