গুলিবিদ্ধ  হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর

আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন
ঢাকা, ১২ ডিসেম্বর : প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে রাত সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে ঢামেক পরিচালক জানান, হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে এবং তার অস্ত্রোপচার চলছিল। পরে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য সরকারি সিদ্ধান্তে তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সশস্ত্র হামলাকারীরা গুলি করে আহত করে। পরে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালে আনা হয়। হাদির বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে বলে চিকিৎসকরা জানান।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com