আটলান্টিক সিটি, ১২ ডিসেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৬ ডিসেম্বর, মংগলবার মহান বিজয় দিবস উপলক্ষে কার র্যালির আয়োজন করা হয়েছে।
সিটির বেদের ফিল্ড থেকে ওইদিন বিকেল সাড়ে তিনটায় বর্নাঢ্য এই কার ব্যালির যাত্রা শুরু হবে এবং সারা শহর প্রদক্ষিণ করে বেদের ফিল্ডে এসে সমাপ্ত হবে ।
বেংগল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কার র্যালিতে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল প্রবাসী বাংলাদেশিদেরকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেংগল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন তাননু ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কার র্যালির আয়োজনের সংবাদে কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে।
সিটির বেদের ফিল্ড থেকে ওইদিন বিকেল সাড়ে তিনটায় বর্নাঢ্য এই কার ব্যালির যাত্রা শুরু হবে এবং সারা শহর প্রদক্ষিণ করে বেদের ফিল্ডে এসে সমাপ্ত হবে ।
বেংগল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কার র্যালিতে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল প্রবাসী বাংলাদেশিদেরকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন বেংগল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন তাননু ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কার র্যালির আয়োজনের সংবাদে কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে।