ডেট্রয়েট পার্কে শিশুর গলা কাটার চেষ্টা : প্রবীণ আসামির  ১৫ বছর কারাদণ্ড

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০১:২১:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০১:২১:০৪ পূর্বাহ্ন
গত ২২ অক্টোবর ৮ বছর বয়সী সাইদা মাসরাহ তার পরিবারের আইনজীবী নাবিহ আয়াদের সঙ্গে ডেট্রয়েটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন/Max Reinhart, The Detroit News

ডেট্রয়েট, ১৩ ডিসেম্বর :ডেট্রয়েটের একটি স্থানীয় পার্কে সাত বছর বয়সী এক কন্যাশিশুর গলা কেটে ফেলার চেষ্টার দায়ে এক প্রবীণ ব্যক্তিকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ওয়েইন সার্কিট কোর্ট বৃহস্পতিবার ৭৪ বছর বয়সী গ্যারি ল্যানস্কিকে সর্বনিম্ন সাত বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। একই সঙ্গে একজন আত্মীয়ের বিরুদ্ধে পৃথক একটি গুরুতর হামলার মামলায় তাকে এক থেকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে।
গত বছরের অক্টোবরের শুরুতে পূর্ব ডেট্রয়েটের ডিয়ারবর্ন সীমান্তসংলগ্ন রায়ান পার্কে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ল্যানস্কি তখনকার সাত বছর বয়সী সাইদা মাসরাহের কাছে গিয়ে তার মাথা ধরে পেছনের দিকে কাত করে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার চেষ্টা করেন। সাহসিকতার সঙ্গে সাইদা তাকে লাথি মেরে পালিয়ে যেতে সক্ষম হয়। চলতি বছরের নভেম্বরে ল্যানস্কি আদালতে নিজেকে দোষী কিন্তু মানসিকভাবে অসুস্থ বলে স্বীকার করেন।
এদিকে, সাইদার পরিবার ল্যানস্কির বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলারের একটি দেওয়ানি মামলাও দায়ের করেছে। হামলার মানসিক প্রভাব এখনো সাইদার জীবনে গভীরভাবে রয়ে গেছে। বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে সে জানায়, দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায় এবং বাড়ির আশপাশে অপরিচিত কাউকে দেখলে সে আতঙ্কিত হয়ে পড়ে।
বুধবার নরম স্বরে এখন আট বছর বয়সী সাইদা বলে, “কখনও কখনও স্কুলে আমি খুব ভয় পেয়ে যাই, তখন একজন শিক্ষকের সঙ্গে কিছু সময় বিরতি নিতে হয়।”
ঘটনাটিকে বিদ্বেষমূলক অপরাধ (হেইট ক্রাইম) হিসেবে বিবেচনার দাবিও উঠেছে। শরতের শুরুতে এক সংবাদ সম্মেলনে আরব আমেরিকান সিভিল রাইটস লীগের নির্বাহী পরিচালক মরিয়ম চারা বলেন, “এটি কোনো আকস্মিক সহিংসতা ছিল না; এটি ছিল একটি পরিকল্পিত ও নৃশংস হামলা। পার্কে সাইদা ও তার পরিবার অন্যদের থেকে দৃশ্যত আলাদা ছিল। আমরা জানি, যদি পরিস্থিতি উল্টো হতো—যদি কোনো আরব আমেরিকান পুরুষ এই কাজটি করত তাহলে মামলাটি কীভাবে পরিচালিত হতো, তা নিয়ে কোনো দ্বিধা থাকত না।”
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com