মাধবপুরে আজ থেকে ফতেহগাজী (রহ.)-এর তিন দিনব্যাপী বার্ষিক ওরস শুরু

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:২৭:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:২৭:৪৫ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ), ১৪ ডিসেম্বর : হযরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.) বাগদাদির তিন দিনব্যাপী বাৎসরিক ওরস আজ রোববার থেকে শুরু হয়েছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহাজীবাজারে অবস্থিত তাঁর মাজার প্রাঙ্গণে এ ওরস অনুষ্ঠিত হচ্ছে।
ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত-আশেকানের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শত শত দোকানপাট বসেছে। মাজার এলাকা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
মাজারের খাদেম খিরাজ শাহ জানান, দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত-আশেকান মানত নিয়ে এখানে উপস্থিত হন। ওরসে অংশগ্রহণকারী ভক্তরা রাতব্যাপী মিলাদ মাহফিল, জিকির, মারিফতি ও মুর্শিদি গান পরিবেশনের মাধ্যমে সময় অতিবাহিত করেন।
ওরসটি একটি ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়, যা দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে হযরত শাহ সোলেমান ফতেহ গাজী (রহ.)-এর ওরসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এলাকাবাসী ও মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ওরস উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সময় কেনাকাটাও বেড়ে যায়। ওরসকে কেন্দ্র করে ঘরে ঘরে অতিথি সমাগম হয়। ফলে ফার্নিচার, মিষ্টি ও কাপড়সহ নানা ধরনের দোকানে ব্যাপক বেচাকেনা লক্ষ্য করা যায়।
মাধবপুর থানার ওসি মাহবুব মোরশেদ খান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সার্বক্ষণিকভাবে ওরস এলাকায় নিয়োজিত থাকবে। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com