হবিগঞ্জ-২ এ বটগাছ প্রতীকের প্রত্যাবর্তন

পিতার উত্তরাধিকার ধরে ভোটের মাঠে হাবিবুর রহমান

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:০৫:৫০ অপরাহ্ন
হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নির্বাচনী হাওয়ায় নতুন আলোড়ন সৃষ্টি করেছে হাফেজ্জী হুজুরের খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক। ওই আসনে এক সময় ভোটের মাঠে ঝড় তুলত বটগাছ প্রতীক। আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়া এই আসনে তিনবার বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার তার ছেলে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা হাবিবুর রহমান ওই আসনে বটগাছের মনোনয়ন পেয়েছেন। খেলাফত আন্দোলনের আমীর হাবিবুল্লাহ মিয়াজী গতকাল দেশের ১০০ আসনে দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেন। সেখানে মাওলানা হাবিবুর রহমানের নাম এসেছে। এই খবর পাওয়ার পর মাওলানা হাবিবুর রহমান দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খিদের সাথে মতবিনিময় করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, বানিয়াচং উপজেলার ধুলিয়া গ্রামের আলোকিত ব্যাক্তিত্ব ও বৃটিশ বিরোধী আন্দোলনের সৈনিক আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়া বহু মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক ছিলেন। এই দেশ বরেণ্য আলেম ছিলেন বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী স্যায়িদ হোসাইন আহমেদ মাদানীর ছাত্র ও খলিফা। মাওলানা আব্দুল বাছিত আজাদ, আব্দুর রব ইউসুফি, নুরুল ইসলাম ওলিপুরী ও নুরুল ইসলাম খানের মত দেশ বরেণ্য ওলামাদের সৃষ্টি করেছেন শিক্ষক হিসাবে। জাতীয় সংসদ
নির্বাচনে তিনবার অংশ নেয়া এই কৃতি পুরুষ মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর। তার মৃত্যুর পর মাওলানা হাবিবুর রহমান পিতার পদাংক অনুসরন করে দলটির কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়নরসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তিনি স্বক্রিয়। এবার নির্বাচনী তফসিল ঘোষণার পর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com