নিউজার্সিতে প্রবাসী সমাজসেবিকা দীপালি রায় পুরকায়স্থের পরলোকগমন

আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:১৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১১:১৮:৩৬ অপরাহ্ন
নিউজার্সি, ১৪ ডিসেম্বর : নিউজার্সির ভেন্টনর সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিশিষ্ট সমাজসেবিকা ও ধর্মানুরাগী দীপালি রায় পুরকায়স্থ গত বৃহস্পতিবার সকালে অসুস্থতাজনিত কারণে আটলান্টিক কেয়ার হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র, এক কন্যা, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস ছিল  সিলেটের বড়লেখা গ্রামে। ১২  ডিসেম্বর, শুক্রবার দুপুরে স্থানীয় ফিউনেরাল হোমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।তাঁর স্বামী স্বর্গীয় জি কে রায় পুরকায়স্থ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ছিলেন।
বিশিষ্ট সমাজসেবিকা, ধর্মানুরাগী  দীপালি রায় পুরকায়স্থ এর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ড এর সভাপতি আবদুর রফিক, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, জাগরণী কালচারাল সোসাইটি ইনক ,আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব, লায়নস ক্লাব ডিস্ট্রিক্ট ১৬এল এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com