হবিগঞ্জ, ১৪ ডিসেম্বর : অধুনালুপ্ত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ মোদকের একমাত্র পুত্র বিশ্বজিৎ মোদকের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলার বাউরভাগ এলাকার বাসিন্দা সুকেশ চন্দ্র পালের কন্যা বন্যা রাণী পালের সঙ্গে গতকাল ১৩ ডিসেম্বর এই শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শহরের পালকী কমিউনিটি সেন্টারে ধর্মীয় রীতি ও সামাজিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের আত্মীয়স্বজন ছাড়াও শহরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ প্রদান করেন। অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং অতিথিদের আপ্যায়নে ছিল বিশেষ আয়োজন। উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেন।
এদিকে, বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর রাত ৮টায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার অনামিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, বর বিশ্বজিৎ মোদক ধর্মীয় সম্পর্কের সূত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম সুপ্রভাত মিশিগান সম্পাদকের ভাগিনা।
মৌলভীবাজার জেলার বাউরভাগ এলাকার বাসিন্দা সুকেশ চন্দ্র পালের কন্যা বন্যা রাণী পালের সঙ্গে গতকাল ১৩ ডিসেম্বর এই শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার শহরের পালকী কমিউনিটি সেন্টারে ধর্মীয় রীতি ও সামাজিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে বর ও কনে পক্ষের আত্মীয়স্বজন ছাড়াও শহরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ প্রদান করেন। অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ বিরাজ করে এবং অতিথিদের আপ্যায়নে ছিল বিশেষ আয়োজন। উপস্থিত অতিথিরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেন।
এদিকে, বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর রাত ৮টায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার অনামিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, বর বিশ্বজিৎ মোদক ধর্মীয় সম্পর্কের সূত্রে যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম সুপ্রভাত মিশিগান সম্পাদকের ভাগিনা।